অর্থহীন পথ চলা
কল্পনার চাদরে মুখ ঢাকা
দুঃখটাকে ভুলতে চাওয়া
তোমায় জন্য স্বপ্ন কেনা।


তোমাকে চাওয়া, আলেয়ার পিছু ছোটা
জানি তুমি ফিরবে না
আমি মৃত তোমার অস্তিত্বে
আমি ভুল তোমার স্বপ্নে।


সৃষ্টির অমোঘ নিয়মে
দেখা হয়েছিলো পথে
হাত ধরেছিলে ভুল করে
ভালোবাসার বান ডেকেছিলে।


ছেড়েছো হাত, থেমেছে ঝড়
কেঁদেছে আঁখি, থামোনি তুমি
বিধাতার নির্মম খেলা
ফুরিয়েছে তোমার ভালোবাসা।