জীবনের বসন্ত পেরিয়ে যায়
আমি নিঃসঙ্গ আমি একা,
হাটছিলাম পৃথিবীর পথে পথে।


হঠাৎ তোমার দেখা পেলাম
দু’হাত বাড়িয়ে আলিঙ্গনে
তোমায় বরন করে নিলাম।


তুমি আমার ভালোবাসার দেবী
অঞ্জলী দিলাম তোমার পায়ে
তোমার ভালোবাসার ছায়াতলে
আমায় জড়িয়ে নিলে সঙ্গোপনে।


কত পথ হেটেছি তোমর হাত ধরে
বুনেছি স্বপ্ন, গড়েছি সংসার
হারিয়েছি মোরা ভালোবাসার মেলায়।


একদিন কোথা হতে ঝড় এলো
তোমার ভালোবাসা বিলুপ্ত হলো
আমি হারালাম ভালোবাসার ছায়া
তুমি চলে গেলে, দুরে, বহু দুরে।


ভেঙ্গে গেছে ঘর, ভেঙ্গে গেছে মন
নিয়ে গেছ ছায়া, দিয়ে গেছ ক্রন্দন
প্রচন্ড খরতাপে, ছায়া হীন আমি
দাড়িয়ে আছি একা পথে।


প্রদীপের আলো নিভে গেছে
সন্ধ্যা নামে নিকোশ আঁধারে
বিভিষিকাময় রাত্রী কাটে
বিনিন্দ্র ক্লান্ত নয়নে।


খেলা মোর সাঙ্গো হলো
ফিরে গেছ তুমি আপন কুলায়
আপনারে লয়ে আজ আমি অসহায়
পথের মাঝে পথ হারিয়ে, আমি একা।


খেলেছিলে কি খেলা
ভাসিয়েছিলে ভালোবাসার ভেলা
তরী মোর নেই আজ
ভিরাবো কোন ঘাটে।


তরী তুমি, ঘাট তুমি
নেই তার আজ কোন ঠিকানা
আমি একা, বড়ই একা।