আমার ৫০ তম কবিতা উপলক্ষে এই আসরের সকল কবিদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা। যারা আমার লেখা পড়ে আমাকে উৎসাহ দেবার জন্য আমার অঙ্গনে তাদের কলমের ছোঁয়া রেখেছেন তাদের প্রতি আমার চীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আমি পরাজিত, পরাজয় মেনে নিয়েছি,
একদিন তোমার ভালোবাসার কাছে
পরাজয় স্বীকার করেছিলাম
তোমার হাত ধরেছিলাম
একসাথে হেটেছিলাম নতুন পথে
স্বপ্ন বুনেছিলাম একসাথে
সুখের সংসার গড়েছিলাম
তোমাকে নিজের করে নিয়েছিলাম।


আজ আবার তোমার জেদ আর
অহংকারের কাছে পরাজয় স্বীকার করলাম
তোমায় মুক্তি দিলাম, আমা হতে
আমার স্বপ্ন, সুখ, সংসার ভেঙ্গে দিলে
তুমি মুক্ত, তুমি স্বাধীন
হয়তো আছে নতুন জীবনের হাতছানি।


সুখ পাখি তোমার সাথী হোক
দুঃখটা না হয় আমার থাক
হেরে গেছি আমি নিজের কাছে
হেরে গেছি আজ জীবনের কাছে
পরাজয় আমি মেনে নিয়েছি
আমি পরাজিত।