আমি জানি, আজ
তোমার কান, অন্য কারো কন্ঠস্বরের অপেক্ষায় থাকে
তোমার চোখ, অন্য কাউকে খোঁজে
তোমার নাক, অন্য পুরুষের গন্ধে অভ্যস্ত
তোমার মুখ, অন্য কারো বুকে আশ্রয় নেয়।


তোমার হাত, অন্য কারো হাতের মাঝে লুকায়
তোমার পা, অন্য কারো পায়ের সাথে পা মেলায়
তোমার নিঃশ্বাস, অন্য কারো নিঃশ্বাসে মেশে
তোমার শরীর, অন্য কারো শরীরে মিলতে চায়
আজ তুমি, অন্য কারো স্পর্শে শিহোরিত হও
আজ তুমি, অন্য কারো আলিঙ্গনের প্রতিক্ষায় থাকো।


আমি সব জানি, আমি অবুঝ নই,
আমি পাগল নই, আমি উন্মদ।
তোমার ভালোবাসায় হারিয়েছিলাম
তোমার আলিঙ্গনে স্বর্গ পেয়েছিলাম
তোমার হাতে হাত রেখে স্বপ্ন দেখেছিলাম
তোমার পাশে পথ চলে অনেক পথ পেরিয়ে ছিলাম।


আমার চোখ আজও তৃষনার্ত, তোমায় দেখার জন্য
আমার কান আজও তোমার ডাকের অপেক্ষায় থাকে
আমার নিঃশ্বাস প্রতিমূহুর্তে তোমায় খোঁজে
আমার বুক চিৎকার করে তোমার মাথার অভাবে


আমার দিন কাটে শূন্যতায়
আর রাত কাটে চোখের জলে
ভোর হয় বিষন্নতায়
গোধূলী নামে আঁধারের নিমিত্তে
আমি উন্মাদ, তোমার ভালোবাসায় উন্মাদ
ভুলিনি তোমাকে, পারিনি, তাই তোমাকেই চাই।