কি জানি, কেন তোমায় ভুলতে পারি না।
বার বার মনে পড়ে, আমায় তোমার মনে পড়ে না।
তোমার অবহেলা, আর ঘৃনা কেন এতো?
আমি কি অপরাধী তোমায় ভালোবেসে?
তোমাকে ফিরে পেতে চাওয়া কি অন্যায়?
তোমায় নিয়ে সংসার সাজানো কি ভুল?


জীবনের সবকিছু তোমায় দিয়েছি,
জীবনের চালক তোমাকে বানিয়েছি,
কেন দুরে সরে গেলে, কি আমার অপরাধ?
আমি তোমার জীবন সঙ্গী হবার যোগ্য নই?
আমি কি তোমাকে নিজের বলে গ্রহন করিনি?
আমি কি তোমার সবকিছুকে নিজের বলে মেনে নেইনি?


আজ নিঃসঙ্গতা আমাকে কুরে কুরে খাচ্ছে,
তুমি হীনা আজ আমি ভালো নেই,
আমায় ছাড়া তুমি ভালো আছো?
আমায় ছাড়া তোমার পৃথিবী ভালো আছে?
এতটুকুও ভালোবাসা কি আমার জন্য নেই?
আমায় ছাড়া পথ চলবে বলে ঠিক করেছো?


তোমাকে চা্ইবার লোকের অভাব হবে না,
তোমাকে ভালোবাসার লোক অনেক পাবে,
আজ কি তাদের কাউকে জীবনের সাথে জড়িয়েছো?
আজ কি তাদের কেউ তোমার ভবিষ্যত?
আজ কি তাই আমার ভালোবাসা মিথ্যা মনে হচ্ছে?
আজ কি তাদের কেউ আমাকে ভুলতে সাহায্য করছে?


সুখ নামক পাখি তুমি আমার জীবনে,
তুমি ছাড়া এ জীবনে সুখ খোজা মিথ্যা,
আজ আমার কথা বিশ্বাস হয় না, তাই না?
আজ আমি ভুলে জড়ানো মিথ্যে আবেগ, তাই না?
আজ আমি ফেলে আসা পথের পথিক, তাই না?
আজ আমি অতীতের কাফনে জড়ানো মমি তাই না?