সন্ধ্যা তারারা জ্বলছে না,
আকাশে চাঁদ উঠছে না,
মেঘেরা কোথাও সরছে না,
মৃদু-মন্দ বাতাসও বইছে না।


ধীরে ধীরে আঁধার জেকে বসছে,
থমথমে ভাব বিরাজ করছে চারিদিকে,
মাঝে মাঝে আকাশে আলোর ঝলকানি,
একটু আধটু মেঘের গর্জনেরশব্দ।


ফোটা ফোটা বৃষ্টির ছোঁয়া,
বাতাসের গতিতে নতুন যৌবন,
বৃক্ষরাজীরা দুলছে অনিচ্ছায়,
ঝড় আসছে, কাল বৈশাখী ঝড়।


উড়িয়ে নিয়ে যাবে শুকনো পাতা,
ভেঙ্গে দেবে বৃক্ষের ডালপালা,
নদিতে ঢেউ উথাল পাথাল,
ছিড়ে যাবে পাল, হারাবে প্রান।


থামবে সবই, শান্ত হবে ধরনী,
শীতল হাওয়ায় লুটাবে পৃথিবী,
উঠবে সূর্য দিগন্ত আলো করে,
পথচলা শুরু হবে আবার নতুন করে,
জীবন এখানে, এমন করেই চলে।