মুঃ ইয়াকুব আলী ১৩/০৫/০২


হতবাক তকিয়ে!
   মা আছি শুধু তোমার প্রাণে চেয়ে ।
সকলে আমায় দিতে পারে ফেলে ,
যত ভুল মা! তুমি আমায় দিও না তাড়িয়ে


মা তুমি ভালবাস বলে ।
যত অন্যায় যত ভুল বিলীন করেছ মাতৃত্বের টানে।
তবুও ক্ষমা কর মোরে।
আকুতি মোর চরণে তোমার ক্ষমা কর মোরে।
মা তুমি আমায় দিও ফেলে ।
মা তোমার শয্যা পাশে পারি না থাকিতে ।
তবুও কাছে টেনে নাও বুকে জড়িয়ে ।
মা তোমার অধিকার পারিনি দিতে !
তবুও তুমি চাও নি অমঙ্গল আমার,
তোমাকে দিয়েছি শুবু যন্ত্রণার আধাঁর।
তাঁর পরেও আবার কর সোহাগ ।
কি? মহিমা তোমার !
এটাই  খোদার সেরা দান ।
মায়েদের দিয়েছে সম্মান ।


মা তুমি যতই হও অভিমানী,
স্নেহ মাখা মুখখানি দেখে হও  সোহাগিনী।


মা তুমি আমায় ঠেলে দিও না বহুদূরে ।
কাছে টেনে নাও কোলে  তুলে ।
হে রহিম রহমান ।
মোর মাকে দিও রহম।।।
আরশে আজিমের ছায়তলে স্থান।
মা কে দিও তুমি জান্নাত।