মুহাঃ ইয়াকুব আলী


আয় সখারা আয় সখিরা।
চিঠি লিখতে যাই
চিঠির বাক্স মাথায় নিয়ে
বোটানিক্যালে যাই।


বোটানিক্যালে প্রেমের মজা
আর যে কোথাও নাই ।


সময়ে সাথে কথার টানে ।
বন্ধুর প্রেমে পাগল হয়ে ।


প্রেমের কথা বলতে বলতে ।
সন্ধ্যা ঘনিয়ে আসছে তেড়ে ।
তবুও  কি?
কথার শেষ আছে ?


মা কে গিয়ে বলব কেমন করে ।
তিনি আসবেন তেড়ে তেড়ে
কোথায় ছিলে দুষ্টরে তুই।
মারবে বকা খাবার দিব না বিকাল বেলা ।


তোকে দিয়ে কিছুই হবে না
পড়ার বেলায় কিছুই না
শুধু ফাঁকি মারিশ সারা বেলা।