২০/১/২০০৪ রোজঃমঙ্গলবার ৮ই মাঘ ১৪১০ বাং
পৌষের শীতে
মৌ মৌ গন্ধে রসে রসে ভরা,
খেজুর রসের মিস্টি,পিঠা
খেতে ভারী মজা।


পায়েস মিঠাই,সিন্নি পিঠাই,
চারিদিকে পড়ে যায় ধূম।


শহর থেকে গায়ে ছুটছে মানুষ অবিরত ।
পিঠা মিঠা খই তাঁর সাথে আরও আছে গামছায় পাতা দই।
বিন্নি ধানে ভরছে উঠান,
চোখ যোড়ায়,যোড়ায় মন।

কৃষকের হাসি উঠেছে ফুটে ,
ঘরে ঘরে ভেসে আসছে আনন্দের জোয়ার।
ধান কেটে মাঠ করে ফাঁকা,
চৈতালি তুলছে ফসল নিজ নিজ খসা ।
দুঃখ আর রইবে না তাদের ।
সুখী সবাই সদা।