১৩/১১/২০১৬ ইং
ঘোপের খাল ঘেষে আমাদের গ্রাম
সুন্দর বনের বুক ছিড়ে যার উত্থান ।
যার বুক ছিড়ে আঁকাবাঁকা  মেঠোপথে ঘেরা
এখন দেখি শুধু পিচঢালা রাস্তায় ঢাকা
চলছে গাড়ি মংলা মোরেলগন্জ ভায়া গুলিশাখালী
নিশানবাড়িয়া ইউনিয়নের
নয়নাভিরাম গ্রামটি অতি সুন্দর
হরতকিতলা তাহার নাম ।
ছিল অনেক আগে
পাল টানা গুন টানা মাল টানা  
বাওয়ালি নৌকায় জমজমাট আনা গোনা ।
ভাটিয়ালি গানে,
মিষ্টি মধুর সুরে তাদের পথ চলা।
শীতের সোনালি সকালে
রাস্তার দুই ধারে অভিনব পন্থায়
বাহারী শাক সব্জি চাষের পসরা ।
ছোট ছোট গাছের ডালে
দুলছে লাল সবুজ বাহারি লঙ্কা ।
ভরা ভরা ধান ক্ষেতে সোনালি ফসল,
চৈতালির মুখে হাসির ঝলক বারোমাস ।
নবান্ন উৎসবে সবাই মাতোয়ারা
রাত জেগে পিঠা বানানোর পরে গেছে ধুম
খেজুর রসের পিঠা পুলি আর পায়েস
নেইকো জুড়ি তাঁর ।
তাঁর ই সাথে আর আছে মায়ের হাতের,
রসে ভেজা চিতাই পিঠার স্বাদ ।
মনোমুগ্ধকর আবেগের খেলা
গ্রামের সকল মানুষ মোরা ভাই ভাই ,
এহেন আত্মার সম্পর্ক কখনো হয়না ম্লান।