মুহাঃ ইয়াকুব আলী


স্পর্শকরনা তনু
নিঃশ্বাসে পুড়ে ছাই হবে মাটি,
শুকিয়ে যাবে সকল বারি।


          আমর অস্তিত্ব হারিয়ে  যাবে,
          তোমারই মনের রাজ্যে !


স্পর্শকরনা তনু
দুঃখের অশ্রুর ঝড়ে বারে বার ,
পারবে কি ? ভালোবাসতে আবার ।
পারবেনা ? ভালোবাসার গাথুঁনী গেথেঁ,
নতুন স্বপ্ন দেখিয়ে দিতে ।


              স্পর্শকরনা তনু
             প্রেমের ছন্দে আঁকা এ দু নয়ন,
              হৃদয়ে জ্বলছে ভালবাসার মশাল
             কবে হবে অবসান  ।


স্পর্শকরনা তনু
চৈত্রের খরা তাপদাহে মাটি হয় চৌচির
বুকের অঙ্গনে তেমনি ঠিক,
ভাল লাগার নির্যাস
টর্নেডোর মতো উত্তল হৃদয় ,              
ছিঁড়ে হয় খান খান ।


                 স্পর্শকরনা তনু
প্রলয় যেমন আকস্মিক করে মন ,
ক্ষতবিক্ষত  নিঃশ্বাস
যে ভালোবাসায় থাকে  না  কোন বিশ্বাস ।