হয়তো আমি আমিই নয়
তোমার ভাবনার মত
মনের গহীনে তুমি ভাবছো মসৃন
থাকতে পারে হয়তো ক্ষত-বিক্ষত!
চাঁদের আলোয় মুখ দেখে
হৃদয়ে বাড়ালে মায়া
দিনের আলোয় দেখবে যখন
আবেগ ফুরাবে,দাড়াবে ছায়া।
প্রেম,প্রীতি যতই বল
ভালবাসি তোমায়
মনের আয়নায় তোমারে যেতনা দেখি
তার চেয়ে বেশি দেখি আমায়।
তুমি যদি বল,আমি সওদা,তুমি সওদাগর
চল বালু চরে বাধি ঘর,
যদি ঝড় আসে,ঘর ভাঙ্গোক
আমরা যেন না হই পর।