জম্ম আমার হলোনা সার্থ্ক
জম্মে স্বাধীন দেশে
নারী বলে লাঞ্চিত আমি
পরিবার তথা সমাজের কাছে
আকাশ দেখা বাধা আমার
নদীর কাছে একা
মেঘের ভেলায় হেলা ফেলা
বৃষ্টির সাথে সখা।
মানুষ আমি কেউ বুঝেনা,
নারীর বৃত্তে দাঁড়ি,
বাস্তবতার ভয়াল সাগর
দিচ্ছি আমি পাড়ি।
আমার চাওয়া তোমার চাওয়া
সম অধিকার
স্বপ্ন ডাঙ্গায় স্বপ্ন মরে
মানুষ আছে ভিবেক নাই দেখিবার।