ঘুড়ি তুমি কার আকাশে উড়ো,
তার আকাশ কি আমার চেয়ে বড়!!
বুদ্ধি আমার লোভ পেল হলাম জড়োসড়ো
আকাশ কি আর হয় কখনো কারও!
ঘুড়ির মালিক মর্মা্হত,দিল না তাই ছেড়ে
আমার ভাবনা তুমি ভাবো,তুমিও ভাই পারো!
বললাম হেসে কাছে এসে
ঘুড়ি বাধা সূতার সাথে লাটাই তোমার হাতে,
স্বাধীনতার চাপলে গলা,তবুও শংকাতে!
আকাশ মাপা ঘুড়ির কাজ নয় এটা শুধু মনের
ফলাফলটা তেমন হবে,ধরণ যেমন ঘোরের।।