আমার মনের দুঃখ গুলো
হচ্ছে জড়ো
কি কারণে জানতে আমার
ইচ্ছে বড়
মনটা আমার হাবা গোবা
স্বভাব চাপা
কত শত প্রশ্ন করি
কয়না কথা
সেই দিন বিকাল বেলা
কেদে ছিলাম
সেটাই কি পড়লো ধরা
বুঝে নিলাম
সুখ পাখিটা ইচ্ছে করে
অনেক দুরে
হতাশ আমি হইনি কভূ
এতটুকু ঘুনাক্ষরে
মিতা যখন মিসেস হল
সবই ভাল
আকাশ,বাতাস,বন্ধ হয়নি
সূর্যের আলো
ফুলের সুবাস আগের মতো
সবাই ভাল।
আজকে আমি করছি ব্রত
ভাঙ্গবো মিছিল
জমাট বাধা দুঃখ যতই
হোকনা পিচ্ছিল।