নিয়ম বদলায়না পৃথিবী
চাঁদ,র্সূয্য,নদী,আকাশ সকল সৃষ্টি।
মদ,গাঁজা,ড্রাগ বৃত্তবানে যতটা ক্ষতির কারণ
ততটাই বৃত্তহীনে,নিরপেক্ষ।
ভালবাসা,আবেগ,আক্ষেপ,ভাঙ্গা-গড়া
ঠিক এক রকম, বদলায়না রূপ,রস,গন্ধ।
শুধু ব্যতিক্রম মানুষ,কারণ
পৃথিবীতে সব অমানুষের মুখ গুলো
দেখতে হুবহু মানুষের মত ।
যারা নিয়ম বদলাতে চায়না
ঐ অমানুষ গুলো তাদের দলে টানে,
মুখের পটুতায় আর মন ভোলানো হাসিতে
আর জাত মারে,অন্তরে জমিয়ে রাখা বিষে।