কলমের কালি, খরচ খালি খারি
হতে চাই কবি,হাসেনা রবি!
মেঘেরা গর্জে,চাঁদ অনেক দুর যে;
নারীর ঠোটে কবিতা বুনি
গজায় না গাছ,ভাঙ্গেনা তার লাজ
নূপুরের অবঞ্জার ছন্দ শুনি।
আকাশের তারা ,যদি করি ভাড়া
সোনালী সকাল আসবে ঠিকই,
সবুজ ঘাসে পূর্নতা পাবেনা তুমি
ঘাসফুল ছাড়া।