তোমার তুলনা তাঁরার সাথে দেবোনা
সে তো অনেক দুরের আকাশে
সাধারনে তার বৈরীভাব, মিতালী তার চাঁদে।
তুমিতো গরীবের সহায়, অসহায়ের তরণী
তাইতো বাংলার মাটিতে বুনেছিলে স্বাধীনতার বীজ
গরীবেরে তুমি দেখিয়ে ছিলে ফসলের স্বপন
আজ হয়েছে স্বপ্ন পূরণ।
সেই স্বাধীনতার বীজ থেকে
ফুল ও ফলে বাংলায় ছড়াচ্ছে সৌরভ
আমরা বাঙ্গালী তুমি তার গৌরব।
আজ তুমি নেই,তোমার নামটি বিলিয়ে
সবার অন্তরে হয়ে আছ মহান,
জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান।
ফসলের মাঠ,আকাশ,নদী বাংলার সবখানে তোমারই কীর্তন
বাংলাকে স্বরূপে দেখিতে আজ তোমার বেঁচে থাকা ছিল প্রয়োজন।