যদি দুঃখ করো;
কি পেলে কি পেলে না
লাভ হবেনা-
জানা আমার,তুমিও জান!
অবাক করা স্মৃতির ঘোড়া
ছোটাই পিছন দিকে,
সেখানটাতেই আটকে আছি
ভাগ্য আমায় যা দিয়েছে লিখে।
আজও আমার হয়নি সকাল
রাতের আঁধার কেটে।
তুমিও কি আমার মত পাওনি ঘোড়া
নাকি ভোরের আশায় চলেছ তাই হেঁটে!
পাথরে খোদাই করে লিখে রাখে
প্রিয় তার নাম।
নরম হৃদয়ে রেখেছি পাথর
দিয়ে তার দাম।
চাওয়া চিল ঢালা ভরা
র্পূন হয়নি সুখের ঘড়া
যাচ্ছি আমি ভাটির দিকে
প্রানহীন এক মরা,
জলের উপর আছি ভেসে
বুকের ভিতর ক্ষরা।
তুমিও কি আমার মত,
গাছ ঠিকই পাতা ঝরা!
আমার ব্যথা তোমার যথা
যোগ-বিয়োগে ফল,
জীবনটা যে হরেক রকম পাত্রে রাখা
হরেক রকম জল।