আজকে যে জন্ম নিল
ছড়াবে সে আঁলো,
চাঁদ র্সূয্য হয়তো
তারও চেয়ে ভাল।
পৃথিবীটা ঘুরছে ঠিকই
র্সূয্য ঠিক দাড়িয়ে আছে ঠায়,
এমন নিয়ম বদলাবে সে
পৃথিবীটা দাঁদিয়ে যাবে
ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে
বলবে র্সূয্য হচ্ছেটা ভাই একি !
আজকের বিজ্ঞান কালকে হবে
তারই র্স্পশে মেকি।
ভর দুপুরে চাঁদের আঁলোয়
ছড়াবে সে মুক্তা,
র্জীন সমাজ রূপ না পাল্টালে
বিপরীতে হবে সে ভোগ্তা।