কেউ বা হাসে কেউ বা কাদে
কেউ বা পাগল বেশে,
এমন কেন ভাবতে থাকি
চোখ দুটি মোর বুজে!
ভাবনা থেকেই উত্তর পেলাম
ভালবাসায় হাত দিও না
যাবে কিন্ত ফেসে।।
কষ্ট পাব জেনেই আমি
নাড়লাম প্রেমে কড়া,
ভালবাসার জন্ম মনে
এক প্রেমিকের অকাল মৃত্যুর
দুঃখ স্মৃতিয় গড়া।
চোখের কোনে ফাগুন এল বুকের মধ্যে আগুন,
প্রেমের মরা খাবে বলে
নাড়ছে জিহবা গাছে বসা শকুন।
আরও আছে উচু নিচু ধনী গরীব
সমাজ নীতির এমন কত বাধা,
পরস্পর হ্রদয় জয়ে বিবাহ রীতি
তাদের চোখে ধাঁধাঁ।
যতই আসুক বিঘ্ন বাধা
ঝড় তুফানের মত,
তাদের পথেই হাটবো আমি প্রেমের র্কীতি গড়ে যারা
আজ হয়েছে গত।