আমি কবিতা লিখি
কবির মত নয়,
শুধুই মনের কথা বলা।
এক সাথে নয়,
পন্চাতে চলা।
গুরুর শিষ্যের মত নয়,
গরুর লেজে ধরা।
জীবণ সাজাতে যে
হায়ায় সবই,
পুস্প র্বষনে খ্যাতি দিয়ে তারে
তুমি বল কবি!
আমি ভাবি তারে কষ্টের নীলে
আঁকা শুধুই ছবি।
মানুষ হতে পারিনি বলেই
চাইবোনা রাতারাতি বড় হতে
অতৃপ্ত বাসনা গুলো শায়েস্তা হয়
আমি হাটছি সেই পথে।