সৃষ্টির শ্রেষ্ঠ এক মানবীকে ভাল ভেসেছিলাম
হৃদয় আমার ছিনিয়ে নিল সে আড়াল হল
আমি হেরে গেলাম।
সকালের সূর্যকে মিনতি করে বললাম
ঘৃনিত মানুষের কাছ থেকে মুক্ত করে
আমাকে তোমার সাথী কর
সে সন্ধ্যায় লুকিয়ে গেল।
নীল আকাশকে ভালভেসে আহবান জানালাম
সে লজ্জায় রক্তরাঙ্গা হয়ে গল।
বললাম চাঁদ তুমি কত সুন্দর নেবে আমায়
না না আমার সাথে কি তোমায় মানায়!
অন্ধকার ছুটছিল আমি হেকে বললাম
আমাকেউ নিয়ে চল।
অন্ধকার রেগে গেল বলল আমায়
আমি আঁলোকে চাই মোর পথ ছেড়ে কথা বল।
উচুর দিকে সবার নজর সবাই খুজে চাঁদ
নজর দোষে পায়ের কাছে নিজেই খুড়ে ফাঁদ।