নন্দিতা সুখে আছ নিশ্চয়
মরুর বুক চিড়ে সরস ফলাতে
ব্যস্ত চকিতে করিতেছ কাল ক্ষয়
জীবন সাজাতে যারে নিলে বেছে
ভূবন না করিয়া তারে কর জয়।
আচ্ছা যে সুখের তরে গোড়া কেটে
শংকা পন্চাতে গেলে মগ ঢালে
পেরেছ কি কখনও আমায় ভুলিতে।
অন্যের হয়ে আমারে রেখেছ জি্য়িয়ে
রাবনের চিতায় লাভ কি রামকেপেয়ে।
নারী হল জলের ছায়া
যে পাত্রে তার অবস্হান হয়
জড়িয়ে রাখে তারই মায়া।
আজও তুমি আছ বেচে আমার হ্রদয় মাজে,
উদ্ভট গন্ধ নিয়ে শুধুই লাশের সাজে।