বলছি শুন,খোকার গুনের কথা,
খেয়াল রেখ ঘুরবে তোমার মাথা।
উল্টে দিলে পাল্টে যায়
ভাত খায়না ডিম খায়।
বাঘ দেখলে হেসে উঠে
শিয়াল দেখলে ভয় পায়।
ঘুমায় সে গল্প শুনে,
হেসে উঠে পরীর গানে!
ছড়া বলে পটাপট
লিখতে গেলে বাজে ঝট।
কথায় কথায় রাগ
মা বলে থাক।
তাইনা শুনে খোকা বাবুর
বাড়ে হাক ডাক।