জীবণ সাজাই জীবণ বাজাই
বাঁশির মত বাজে না,
সুখের বাঁশি,
অমানুষই বাজায় বেশী!
তাই বলেতো দুঃখ করা
আমার কভূ সাজে না!

অবুঝ শিশুর কান্ড দেখে
প্রায়ই আমি হাসি
কর্ম গুনে ফল পাবে সে
যখন বয়স হবে বাসি।



মানুষ যদি পশু বলি
ভুল কি আর তাতে,
মানুষ রূপী অমানুষে
ভিবেক থাকে পন্চাতে।

আকাশ আর মানুষের মন
দুটোই কিন্তু সমান
আকাশেতে মেঘ,র্সূয্য আর
মানুষেতে সুখ-দুঃখ
তার প্রমান।।



সামনে চলি,পিছু তাকাই
হতাশা দেয় দেখা
অবিরত উল্টাই পাতা
পাইনা খুজে ভাগ্য নামের লেখা।



মোল্লা যায় মসজিদ পর্যন্ত
অমানুষ যায় কত?
দেখবো শুরুর শেষ সীমান্ত
তাই নিয়েছি ব্রত!


৭.
মাক্কাল ফলের আহাজারি
ভিতরে তার পঁচা,
শালুক দেখতে কালো হলেও
হাসিটা ঠিক খাসা!