ঘুমের ঘরে আবেগ নড়ে
প্রকৃতি ডাকে হাক ছাড়ি,
আমি তখন আকাশ পানে
নদীর কাছা কাছি।
বাতাস এসে বলল কানে
হবে তোমার ফাসি!
কি কারনে,ভাবনা মনে;
ঘুম গেল সব উড়ে,
হঠাৎ দেখি ডাকছে পাহাড়
ঠায় দাড়িয়ে দুরে।
আশার আলো জাগলো মনে
প্রশ্ন করি তারে?
কি কারনে ফাসি হবে
বলতে পারো মোরে!
আমরা যারা পাহাড়,নদী
প্রকৃতির প্রতিদান,
কালকে সবার মিটিং হল
বলছে সবাই তুমি তাদের প্রান।
চাঁদের পানে ছুটছো তুমি
ভাবছো তুমি,আর কে আমায় পায়!
তাইতো সবার রাগ হয়েছে
ফাস হয়েছে রায়।
আমাদের কথা শুন যদি
পাবে পাহাড় কন্যা,
কানে কানে বলি শোন
নাম তাহার র্ঝনা!
তার কথায় রাজি হয়ে
যেই বলেছি হাঁ,
তাকিয়ে দেখি ফুসছে সাগর
কাপছে তাহার গা।
হাত নাড়িয়ে বল্লাম আমি
রাগ করোনা বন্ধু তোমরা
ভালবাসার দিবো প্রতিদান,
প্রান পাখিটা থাকবেনা ঠিক
থাকবে আমার গান।