মুখোশের এত রূপ হয় কি করে
পাইনা খুঁজে ঠিক ঠিকানা !
কিছু মুখোশ সাদা-কালো
তাও বেশ মন্দের ভালো !
কিছু মুখোশ সোজা সাপ্টা
বাঘ ভাল্লুকের মুখ চ্যাপ্টা,
যদিও ভয়ংকর তবুও
চেনা যায় আসল রূপটা !
কিছু মুখোশ নামেই মুখোশ
কাজ ফুরালেই পাজি ব্যাটা,
রঙীন কিছু মুখোশ থাকে
শুধুই রঙ-এর ঘনঘটা ,
কিছু মুখোশ স্বচ্ছ নিরেট
খুঁজে প্রাণ - ভ্রমর কৌটা,
সব মুখোশের সমন্বয়ে
যখন ওষ্ঠাগত এই প্রাণটা ,
তখন প্রশ্ন জাগে মনে
এত রূপ মুখোশের ভিড়ে
কোন মুখোশটা যায় কেনা !!