যুগে যুগে সাহিত্য রেখে গেছে কৃতিত্ব
গড়েছে ভগবান শত সহস্র ;
রেখে গেছে
বেদ কোরআন বাইবেল ত্রিপিটক
দিয়ে গেছে মানুষেরে পছন্দের আচরণ ;
কাব্য মহাকাব্যের সাগর পেড়িয়ে
সাঁতরাচ্ছে বিশ্ব অনন্ত মহাসাগরে,
কবে কোথায় আবার কোন ভগবান
জন্ম নেবে নিয়ে নতুন সাহিত্য ,
বিতর্কের কাছে হেরে যেতে হবে
যদিও বিজ্ঞান আজ বিধ্বস্ত
চাঁদে যাবার পথ খোঁজে পেতে ।
প্রশ্নটা অবশ্য থেকেই যাবে
ঈশ্বরের সৃষ্টিকর্তা কে !