তুর গা'য়ের লবন স্বাদ, অনেক দিন ভুলে গেছি
এখন আকাশ বড় পাষান, খুব সহসা কাঁদেনা ;
গতবার বর্ষার শেষ লগ্নে ঈশানে যখন রংধনু
দুর থেকে তুর গায়ের গন্ধ বাতাসে দোলছিল ;
পারফিউমের বাহারি সুভাস কপোতাক্ষের বুকে
চঞ্চল ছল ছল স্রোতধারা থামিয়ে দিতে চাইছিল ;
এবছর পলাশ গাছটা মরে গেছে, বসন্তের রং ফিকে
শরতের কাশবন নদী তীরে দোলে না - আর ।


এখন রাত বড় নিঠুর, আঁধার নামাতে জানেনা
নিশাচর মিছে মিছি এদিক ওদিক দাপাদাপি
ভোর বেলায় ঘরে ফিরে , হম্বি তম্বি করে ;
অভয়ারণ্যগুলো আলোতে ভাসে - চৌর্য্য বৃত্তান্তে
তুর গা'য়ের লবন স্বাদ, এখন আর কি করে পাই !
গুপ্ত পুরীর শিরায় শিরায়  শুধুই আলোর রোশনাই
আমার হৃদপিন্ড জ্ং'কারে ক্রমশঃ আক্রান্ত ;
রসনার পরদা ভারী হচ্ছে রসায়নে ।