শবের গা'য়ে আঘাত করে ফলাও শুধু বীরত্ব
নিষ্প্রাণে সব হম্বিতম্বি, প্রাণ দেখলেই অন্ধত্ব !
থাকলে সাহস এগিয়ে এসো, এক মুঠো দাও অন্ন
যে শিশুটি পথের কোণে দু-দিন যাবৎ নিরন্ন ।
শীতের সাঁঝে দামী কোর্টে চা দোকানে সসস্ত্র
একটা কাপড় দাওনা তাকে, যে বৃদ্ধাটা অবস্ত্র ।
টগবগে রক্তের গরম রক্ত নিয়ে কত খেলা
হিমঘরে রেখে ওসব রক্ত কিছু দাও এবেলা ।
জ্ঞান গরিমায় চশমা আঁটো, দৃষ্টি কালো চোখে
পথ শিশুদের আলো দাও অহমিকা রেখে ।
প্রাসাদ চূড়ায় আলোর রোশনাই নান্দনিক আলয়
গাছতলার ঐ উদ্বাস্তুদের দাওনা একটা আশ্রয় ।