একটা যে আছে 'না ফেরার দেশ'
  কেমন সে দেশের মাটি, জল, পরিবেশ !
  জানতে বড়ো ইচ্ছে হয় প্রায়শঃ, অথচ
  জানা হয় না, জানলে যে সে কথা আর
  লিখতে পারব না ;
  বরঞ্চ চলুক না এভাবেই ছড়া -কবিতা-উপন্যাস ।
হাট্টিমা'রা ডিম পারে সেই তো অনেক ভাল
মিছে কেন কোথায় আছে খুঁজতে যাওয়া বল !
রক্ত পলাশ, কদম ফুল, ভালবাসা, অর্বাচীন
প্রতিদিন নতুন পাতায় স্বপ্ন রঙীন
ফেলে কেন খুঁজতে যাওয়া -কঠিন বর্ণহীন !
রন্ধ্রে রন্ধ্রে শিহরণ, আবেগে অশ্রু বর্ষন
রোমাঞ্চ ভালবাসা নিরঞ্জন...থাকনা বেঁচে ;
মিছে কেন যাওয়া সেই সে "না ফেরার দেশে" !
   যেদিন থেকে এদেশ ছেড়ে পালাবে
    শব্দের কুল-কুণ্ডলিনী, আকাশের রংধনু
    ফিরে দেখার শখ আহ্লাদ, প্রেম প্রিয়তমেষূ
    হয়তো বা ঘুড়ে দেখে আসা যাবে একবার
    সে দেশের আবহাওয়া, জলবায়ূ ।