নান্টু কাকার তিনটি ছেলে
অরুন , বরুণ , তরুন নাম,
সবাই ভাল সবাই খারাপ
সবারই আছে সুনাম - দুর্নাম ।
অরুন বড্ড শান্ত শিষ্ট - মিষ্টি স্বভাবের
বরুণ দামাল ল্যাজ বিশিষ্ট - প্রতিবাদী গোছের,
তরুন ছোট্ট আহ্লাদী - আবেগ প্রবন ভাবুক
নান্টু কাকার সুখের সংসার যতই অভাব থাকুক ।
অরুন খুব কষ্ট করে পড়াশুনা সেরে
মাষ্টারি করে এখন মাছ ধরা ছেড়ে ;
বরুণ'টার পড়াশুনা লাটে উঠেছে
অল্প বয়সেই নেতা নাম ধরেছে,
তরুন যদিও এখনো ইস্কুলে যায়
ঘর বাড়ি পরিজনে নেই কোন দায় ।
নান্টু কাকা এই অবদি বেশ ভালই ছিলো
জ্যোৎস্না ভরা পূর্ণি রাতে যেন স্বচ্ছ আলো,
সূর্য ঊঠে সূর্য ডুবে পৃথিবীটা নিয়ম মেনে ঘুরে
নীল আকাশে মেঘের ভেলা আপন মনে উড়ে ।
ফুল ফোটে বাগিচায় কোকিল ডাকে বসন্তে
পাখিরা ঘরে ফেরে দিনের শেষে দিনান্তে ।
অরুন এখন নামী দামী পেশাদার শিক্ষক
গ্রাম ছেড়ে শহরের নাড়ী গাড়ির রক্ষক ,
তরুণের মন কাঁদে বিভেদ প্রভেদ দেখে
প্রমাদ গুণে খাতার পাতায় কবিতা লেখে,
বরুণ এখন বড় নেতা সমাজ সংস্কারক
দিনে শোনায় বক্তৃতা রাতে হন্তারক ।
অবশেষে একদিন বরুন নিঁখোজ দেশে
নান্টু কাকা আজও মাছ বেচেন হেসে ।