কাকের গলায় হার পড়ালেই
ময়ূর কি সে হয়ে যায় !
কাক ময়ূয়ের তফাৎ টা যে
যে যার মতো রয়েই যায় ।


হাল ফ্যাশানে অনেক কাক
হার পড়ে সে ময়ূর ভাবে,
ময়ূর কাশে খ্যাঁক খ্যাঁক করে
সমাজ মরে অভাবে ।


কোন কোন কাক আবার
সার্জারীতে পুচ্ছ লাগায়,
চোখের জলে ময়ূর ব্যাটা
সংসার সংস্কার বাড়ায় ।