এক যে ছিলাম তুমি - আমি
সকাল সন্ধ্যা দুপুর,
পুতুল খেলার বউ - স্বামী
বৃষ্টির টাপুর-টুপুর ।


এক যে ছিল' গল্প যেমন
নায়েব কাকার পুকুর,
রাত দুপুরের পেত্নীর মতন
বাজতো পায়ে নূপুর ।


সেদিন যখন তুমি - আমি
পৃথক পুরো দস্তুর,
কাঁদছিলো ভুত বাঁশ বাগানে
নিছক ভঁয় মৃত্যুর ।


নায়েব কাকার সেই পুকুরে
দুই পাড়ে দুই জন,
ভুত-পেত্নী বসত করে
পরপাড়ের আলিঙ্গন ।