এই সময়ে কত শত হচ্ছে লেখা গল্প
হাজার হাজার কবিতা, সৃজনী সাহিত্য‌
লকডাউনে সবাই বসে লিখছে যত্রতত্র
অর্ধেক তার করোনা অর্ধেক প্রেমপত্র ।


কেউ বা লিখেন ইতিহাস কেউ অণু গল্প
কেউ লিখছেন হালের বেহাল কেউ ভবিতব্য,
করোনার পাঁচালী সার অলি গলি সর্বত্র
দুর্নীতি প্রেম স্বজন পোষন ত্রাণ বিতরণ সচিত্র ।


কবিতার রন্ধ্রে রন্ধ্রে কবিত্ব অল্প স্বল্প
আতঙ্কের আকার প্রকার মহামারীর নিমিত্ত,
চুলচেরা বিশ্লেষনে দুঃস্থ কবিতার ছত্র
কাব্যিক সম্ভোধনে ব্যস্ত ডিজিটাল পত্র ।


হতাশ মনের উদাস কথা ভালোবাসা বিকল্প
অকস্মাৎ বিরহের দিনরাত ভারাক্রান্ত চিত্ত,
স্মৃতির পাতা ক্ষত বিক্ষত অবিরত অপবিত্র
কল্পনার আকাশ পাতাল চাঁদ সূর্য নক্ষত্র ।


এই সময়ে লিখতে বসে যত বিদ্বত্-কল্প
অবসাদে হারায় শেষে বিষণ্ণ মন ক্লান্ত,
রোজ বিকেলে ঝরে পরে ফুলের যেমন চরিত্র
করছি লড়াই ঘরে বসে নেইতো কোন অস্ত্র ।