একদিন একদিন করে যায় অনেক দিন
তবুও তার হয় না লেখা, থেকে যায় ঋণ ।
যেদিন থেকে মরবে বলে মৃত্যুর দোয়ারে
নিবু নিবু প্রদীপ খানা শয়ন শিয়রে,
জীবনের বিদ্রূপ কি অপরূপ ! প্রগাঢ় অনুভূতি
গাঢ় নীলের তিমির সাগর লোকের বিস্মৃতি,
নিমেষে মহাশূন্যের অগস্ত্য যাত্রার তৃপ্তি
যেন সাধনার সাধ, যেন নির্বাণ প্রাপ্তি ।
রূপ-রস-গন্ধ সব নিঙরে যখন ফিরে আসা
মৃত্যুর কাছে দায় থাকে মৃত্যুকে দিতে ভাষা ।