ভারত আমার জন্মভূমি, ভারত আমার মা
সুজলা সুফলা শস্য শ্যামলা, পবিত্র আত্মা ,
বিশ্ব মাঝে সর্বশ্রেষ্ঠ ধর্ম কর্মের গরিমায়
সততাই মূল মন্ত্র মোদের, পরম ধর্ম ক্ষমা ।


বিবিধের মাঝে ঐক্য মহান' আমাদের অহংকার
হিন্দু, মুসলিম, শিখ, খ্রীষ্টান এ দেশের অলংকার,
নানা জাতি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান
তবুও সবাই ভারতবাসী , ভারত মাতার সন্তান ।


দু'শো বছর করেছে শাসন ইংরেজের অধ্যাদেশ
শত শত প্রাণ করি বলিদান স্বাধীন হয়েছে স্বদেশ,
আজি উন্নত শির মোদের, উত্থিত বাহু, উড্ডীন তেরঙ্গা
আকাশ বাতাস সাগর লভিয়া বইছে সুখের গঙ্গা ।


এদেশ এখন ভাল নেই , বন্ধ্যা মায়ের জঠর
ভাইয়ে ভাইয়ে হিংসা বিদ্বেষ , বিভেধ কঠোর,
জ্বলছে মায়ের আঁচল তথা জ্বলছে মায়ের বুক
তবুও এগিয়ে চলছে দেশ, ট্যাকনোলজির যুগ ।


ভারত আমার ভারত মহান, ধর্মে কর্মে শ্রমে
সুখে দুঃখে করি বাস  আনন্দ আশ্রমে,
নীতির নামে রাজনীতির পরাকাষ্ঠার ভ্রমে
ভারত মাতা কাঁদে নিতি ধনীর পরাক্রমে ।



(১৫ আগষ্টের জন্য ছেলের স্কুল থেকে দেশাত্মবোধক কবিতা চাইল, তাৎক্ষনিক ভাবে দিলাম, এখানেও শেয়ার করলাম)