সোনালী সমুদ্র তটে বসে সূর্যোদয় রঙীন আভা,
হিজলের মাচান ডালে বসে সূর্যাস্তের ছবি
দেখতে দেখতে এক দশকের স্বপ্ন যখন
দারা - পুত্র - কন্যা নিয়ে পূর্ণাঙ্গ সংসার,
আকাশের পুঞ্জিভূত মেঘ তখন
বৃষ্টি হয়ে ঝরল অঝোর ধারায়,
বাণ ডেকেছে খালে বিলে
বাণ ডেকেছে হাওড়ে
যাচ্ছে ভেসে ঘর বাড়ি
বিজয় বৈভব উল্লাসে ।
বেলা শেষে নদীর ঘাটে ঐ ফকির কোতোয়াল
জাগানিয়া গান গেয়ে যায় ভেঙ্গে হরতাল ,
সূর্য আবার ডুবে আবার সূর্য আবার উঠে ।