অচেনাদের মুগ্ধ করার চেনা ছন্দে
কয়েক কোটি ক্ষয়,
অচেনা'রা কেমন্ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে
বিমুগ্ধ হয় ।
আমি, আশ্চর্য্যাম্বিত ভাবে চেয়ে দেখি
এই লেনদেনের কোন কূল-কিণারা নেই,
তবুও আমরা মানুষ-মানুষ খেলি ।
আকাশের চাঁদ তারা ধুমকেতু'রা
এখন বড়ই পরিচিত, অবহেলিত
আতস বাজির ফোঁয়ারা-ই ঢের বেশী নন্দিত ।
এখন শুধু নর-পশুতে হয়না তুল্যমূল্য
মানুষে মানুষেই অনেক বেশী উপমেয় ।
ফারাক বুজি যাচ্ছে বুজে নর-পিশাচের
থাকবে কেন ইতিবৃত্ত, যখন বর্তমান ঢের !