অবাক শহর অবাক গ্রাম অবাক পৃথিবী
সবাক্ মানুষ বেবাক্ বোবা নির্বাক তেজস্বী,
অভ্যাস বশে সুর্য উঠে অস্তে দিবা অন্তে
চাঁদ তারা সব আকাশে ঝাপসা আলোতে,
পাখি ডাকে ভোর হয় বসন্ত পলাশ ফুটায়
নির্ঝর প্রবাহে নদী বয় বরিষণে বর্ষায় ,
প্রতিনিয়ত শেখায় প্রকৃতি 'স্বাধীনতা'
অথচ সুখ খুঁজি শিকলে - স্তাবকতায় ।