একটা পাখি, ফুটছে আঁখি
সবে, পেয়ে সখী, মেলছে ডানা
উড়ছে আকাশে ।
একটা ফুল, কিংবা মুকুল
নয় চাঁপা বকুল, তবুও ফোটে
সৌরভ বাতাসে ।
একটা নদী, খোঁজে অব্ধি
নেই মোহনা যদি (ও) , স্রোতের বেগে
বাড়ি ঘর ভাসে ।
একটা নারী, স্বৈরাচারী
বিনষ্টের পূজারী, তথাপিও সে
তাকে ভালোবাসে ।
গ্যালিলিও'র পৃথিবী ঘুড়ছে , ঘুড়বে যদিও
আমাকে আনতে পারিনি
আমা'তে আমি ।