খোদার পরে যাকে আমি আপন জেনেছি,
সে আমার মা জননী তখন মেনেছি।
ঘুম পাড়িয়ে না দিলে তুমি আসতনা ঘুম চোখে,
না খাইয়ে দিলে তুমি অন্ন যেতনা মোর মুখে।
তোমার পদতলে মাগো আমার স্বর্গ ভূমি,
আমার জীবন হবে দোযখ দুঃখ পেলে তুমি।
তোমার গর্ভে জন্ম নিয়ে মাগো হয়ে গেলাম ঋণি,
কোন দিনই শোধ হবেনা দুধের মুল্য খানি।
ঘুম আসতনা তোমার চোখে আমি দুঃখ পেলে,
সারা রাত সেবা করতে রেখে তোমার কোলে।
ছোট থেকে বড় আমায় মাগো করেছ তিলে তিলে,
তোমায় দুঃখ দেবনা মাগো পৃথিবীটাও দিলে।
তোমার আচঁল তলে মাগো বেহেস্তেরী ছায়া,
খোকা বলে ডাইকা যখন করতে তুমি মায়া।
মাগো তোমার সকল কিছু আমার কাছে দামী,
তুমি আদেশ করলে মাগো সব করিব আমি।
মাগো তোমার মরণ সময় দেখব কেমন করে,
তোমার মরণ দেখার আগে আমি যেন যাই মরে।
উজার করা ভালবাসা নিসার্থ যার আদর,
দুজাহান হাড়াব আমি ভুলিলে মায়ের কদর।