পরি কন্যার গল্প শুনতে
খোকা দাদুর কাছে আসে,
অদ্ভুত এক গল্প শুনে
এখন মিট মিটিয়ে হাসে।
দাদুর কাছে গল্প শুনে
ভাবছে খোকা একা,
এতো সুন্দর পরি কন্যার
পাবো কোথায় দেখা।
কন্যা অনেক দেখেছি
দেখতে পুতুলের মত,
পরি কন্যা দেখতে কেমন
লম্বা হবে কত?
দুষ্টু পরি দেয়না দেখা
কেন যে সরাসরি,
পরি কন্যা দেখার ইচ্ছা
এখন কিযে করি।
অনেক ভেবে মায়ের কাছে
প্রশ্ন করে খোকা,
মা হেসে কন, পরি কন্যা
অর্থ হল ধোকা।


কুমিল্লা কিশোর শ্রেষ্ঠ সাহিত্য লেখক ২০১৩.