এই হৃদয়ের কথাগুলো ভাবছি বসে একা,
সুখের দিনগুলো আর দেয়না আগের মত দেখা।
দুঃখ আমায় তেরে বেড়ায় যতই দেই আরি,
সুখ খুজে পাইনি কভু দুঃখ সারিসারি।
তার মানি কি সুখ বলতে এক রকমের ধাঁধাঁ,
তাহলে কেন সুখ খুঁজিলে আসে এতো বাঁধা।
সুখের কথা যতই বলি বুঝতে নাহি পারি,
এক পাহাড় দুঃখ নিয়ে আসে সুখের তরী।
দুঃখ দিয়ে সুখ খুঁজিলে ধর্য ধরতে হয়,
সত্যিই একদিন মিলিবে সুখ, সুখের হবে জয়।
সুখ-দুঃখের সংশয় নিয়ে একটাই বলব আমি,
দুঃখ আছে বলেই জীবনে সুখটা এতো দামি।