আমার এ মন সাগরের জল
উথাল পাথাল করে,
জীবন খুঁটি ঘুন ধরেছে
প্রবল হাওয়ায় নরে।


এ কূল ও কূল কোন কূলে
যার মধ্য কূলে আমি,
দূর আকাশে আচঁল মেলে
রইলে বসে তুমি।


মধ্য রাতের চাঁদটা যেমন
মেঘের সাথে খেলে,
চোখ থেকে সেই নিদ্রা দেবী
কবেই গেছে চলে।


এপাশ ওপাশ করে কখন
রাতটা যে ভোর হয়,
কাছের মানুষ পর হয়েছে
আমার তো কেউ নয়।


সপ্ন আমার এক এক করে
উই পোকাতে খেলো,
বাস্তবতার জাতায় পিশে
সবই উড়ে গেলো।


রচনা ও প্রকাশ কাল: ০৫/১১/২০১৪ইং।
ঢাকা সোহরাওয়ার্দি উদ্যানে বসে লেখা।