আমি যদি বৃক্ষ হতাম
থাকতাম কতো সুখে,
নেই খাওয়া নেই, নেই নাওয়া নেই
যিকির থাকতো মুখে।
পথের উপর ডালটা মেলে
রৌদ্রে দিতাম ছাঁয়া।
অনেক পথিক ছাঁয়ায় বসে
পেতো আমার মায়া।
ফলের গাছ হতাম যদি
খুশি হতাম আরো,
ফল পাকারি খবর দিয়ে
পাখি করতাম জড়ো।
আসতো তারা ঝাঁকে ঝাঁকে
বসতো আমার ডালে,
ফল খেয়ে রোজ তৃপ্ত হতো
নাচানাচির তালে।
ফুলের গাছ হতাম যদি
জুই চামেলি বকুল,
হাসনাহেনা শিউলি কিবা
গোলাপ পদ্মফুল।
আসতো তবে আমার ফুলে
কতো ভ্রমর উড়ে,
মুগ্ধ হতাম আমি তাদের
গুণগুণানি সুরে।
মরার পরে ভয় হতো না
হিশেব নিকাশ নেই,
মুক্তি পেতাম দরবারে তার
হাশর হতো যেই।