খুব ছোট করে হলেও কিছু দীর্ঘশ্বাস প্রয়োজন ছিলো
খুব কম করে হলেও যেমন ছিলো তোমার উপস্থিতি
ছিঁটেফোঁটা রোদে যেমন সূর্যের সাথে মেঘের লুকোচুরি
ঠিক তেমনি করে আলতো মলাটে হৃদয় ভাঙ্গার চিঠি।


একটা গল্প বলি আজ, ভয়ঙ্কর সুন্দর গল্প
যাতে আমি অভিনয় করছি আরও আছে লাশকাটা ঘরে শুয়ে থাকা গোলাপ;
এক ফালি চাঁদ- দুটো সিগারেট- তোমার খুলে রাখা চুড়ি আর তোমার হাসি
আলতো কথায়- মধুরতায় তাকে স্মৃতি বলায় কি লাভ?


বেঁচে থাকা কিছু কথার ফুল ঝুড়ি, হাতে রাখা কোমলতার বিষাদ
আটকে থাকা অনেক অনেক কথার ফেরি করা মস্তিষ্ক,
দেখো চেয়ে, তোমার গোলাপী জামা- আমার সে সাদা শার্ট
গোলাপের ময়নাতদন্তে কেমন বিক্ষত- কেমন বিচ্ছিরি- রক্তাক্ত।


দারুণ বসন্তের কোকিলের মত তোমার উদয়
তোমার হাসিতে ঝরে পড়া ফাগুনের আগুনে পুড়ে দগ্ধ অন্তর
হতে পারে না আরেকবার? আরেকবার মৃতপ্রায় হৃদয়ের ক্রন্দন হোক-
মিশে যাক তোমাকে জড়িয়ে লজ্জ্বার লালে আমার তেপান্তর।