বাংলাকে আমি বড় ভালবাসি বাংলায় মেলি প্রান, বাংলায় আছে হারিয়ে যাওয়া কতশত বদনের ম্লান।
বাংলায় হই দগ্ধ, বাংলায় করি হুংকার
বাংলায় পায় প্রিয় নজরুলের বিদ্রহ আর প্রানের প্রলয়উল্লাস
বাংলায় হাসে প্রানের হাসি পল্লীবালাদের মুখ
বাংলায় ভাসে শতকষ্টেও কৃষাণের বুকের সুখ।
বাংলা তুমি রক্তের দামে অমুল্য স্বাধীনতা
বাংলা তুমি সবুজের বুকে জীবানন্দ এর ফিরে আসার আকুলতা।
বাংলা তুমি কঁাঠফাটা রোদ্দুরে হটাৎ বৃষ্টির ছবিটা
বাংলা তুমি যুগে যুগে খ্যাত রবীন্দ্রনাথের মর্মে স্পর্শী  প্রেমের কবিতা।
বাংলায় আমি প্রান খুলে হাসি বাংলায় বাধি সুর
বাংলায় খুঁজে ফিরি হারিয়ে ফেলা শতশত প্রিয় মুখ।
বাংলায় বাধি সপ্ন বাংলায় পায় শ্বাস
বাংলা আমার সবুজে মোড়ান জসীমউদ্দীনের  নকশি কঁাথার মাঠ।