এক পাখি রে,
শুধাই আরেক- কেমন আছো ভাই?
গান ধরো এক মুক্ত মনে তৃপ্ত নিরালায়!

তারও মনে,
আগুন লাগে- সুর থাকেনা গলে,
এপার-ওপার দেখে ওরা শূন্যতা সব তলে!

যায়-তো আবার,
অন্য বনে- সুখ শিকারীর পানে,
সবখানে এক দক্ষ রাজা চালায় সম তানে!

তাং- ২৩/০৩/২০২১ ইং